News Britant

আচমকা শিক্ষিকার ইস্তফা স্কুলে, জল্পনা তুঙ্গে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: জলপাইগুড়ির পর এবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া। চাকরিরত এক শিক্ষিকা দিলেন ইস্তফা। চোপড়া ব্লকের টটুসিংহ স্মৃতি হাইস্কুলের এক ভূগোলের শিক্ষিকার ইস্তফা ঘিরে জল্পনা শুরু হয়েছে শিক্ষা মহলে। স্কুল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের  ৯ তারিখে পিউ মজুমদার ভূগোলের ঐ শিক্ষিকা ব্যক্তি গত কারণে ইস্তফা দিয়েছেন।

কিন্তু এর নেপথ্যে আদৌ কোন কারন রয়েছে তা নিয়ে জল্পনা চলছে। উল্লেখ্য গত ২০২১ সালের ৯ নভেম্বরে কোচবিহার জেলার মেখলিগঞ্জের ফুলকা ডাবড়ি নবীনচন্দ্র হাইস্কুল থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে পিউ মজুমদার নামে ওই শিক্ষিকা উত্তর দিনাজপুর জেলার  চোপড়া ব্লকের টটুসিংহ স্মৃতি হাইস্কুলে যোগ দেন। গত ১ বছর এই স্কুলে কর্মজীবন থেকে ইস্তফা দেন তিনি।

স্কুল কতৃপক্ষ ইস্তফার বিষয়টি জানতে চাইলে ওই শিক্ষিকা বলেন, তিনি ব্যক্তিগত কারণে ইস্তফা দিচ্ছেন। এবং তার আইনজীবীর সাথে পরামর্শ নিয়েই তিনি ইস্তফা দিয়েছেন। এই বলে ইস্তফা দিয়ে তিনি স্কুল থেকে চলে যান। এবং ওই শিক্ষিকার ইস্তফার বিষয়টি জেলা স্কুল পরিদর্শকের নজরে নিয়ে আসা হয়েছে বলে টটুসিংহ স্মৃতি হাইস্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার বারই জানিয়েছেন।

Leave a Comment