News Britant

চা বাগান এলাকা পরিদর্শন করলেন সাংসদ

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মালবাজার মহকুমার চা বাগান ও গ্রামীণ এলাকার সমস্যা মেটাতে জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায় শুক্রবার মাল ব্লকের বাগরাকোট চা বাগান, ওদলাবাড়ি,  ডিপো পাড়া, মানাবাড়ী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাল সদর উত্তর মণ্ডলের সভাপতি প্রদীপ তিরকি, মাল বিধানসভার কনভেনার রাকেশ নন্দী, বিজেপি নেতা অখিল সরকার প্রমুখ।

বাগরাকোট চা বাগান পরিদর্শনের পর জয়ন্ত রায় ডিপো পাড়ার স্কুল লাইনে এক সংবাদিক সম্মেলনে বলেন, বাগরাকোট চা বাগান এলাকার মানুষ এখনও পানীয় জলের সমস্যায় ভুগছে। সমস্যা এতটাই খারাপ যে মানুষ তাদের ব্যক্তিগত অর্থ পানীয় জলের জন্য ব্যয় করছে। এই এলাকায় স্বাস্থ্য সেবাও নামমাত্র, অ্যাম্বুলেন্স না থাকায় রোগীদের সমস্যায় পড়তে হয়। হর ঘর জল প্রকল্পের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দিতে চান মোদীজি।

সাধারণ মানুষের ঘরে পানীয় জল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে  হিসাবি তহবিলও দিয়েছে, কিন্তু সরকার তা ব্যয় করছে না। পাশাপাশি একই রকম কিছু সমস্যার কথা শোনা গেল ডিপো পাড়া এলাকায়, পাকা রাস্তাটি এন আর জি এস অধীনে তৈরি করা হয়েছে যার প্রস্থ ৯ ফুট হওয়া উচিত ছিল কিন্তু ৭ ফুট চওড়া করা হয়েছে।

যে তথ্য বোর্ড লাগানো হয়েছিল সেটিও আড়াল করার জন্য সরিয়ে ফেলা হয়েছে। স্থানিয় বাসিন্দা গোবিন্দ ঠাকুর বলেন ডিপো পাড়া এলাকায় এন আর জি এস পক্ষ থেকে রাস্তার কাজ হয়েছিলো কিন্তু সেই কাঠ ঠিকঠাক হয় নি। ৮ মিটারের রাস্তা দেড়শো মিটার করে বন্ধ হয়ে যায়। কাজে পুরো ঘোটালা হচ্ছে। এব্যাপারে আমরা জয়ন্ত রায়কে সব জানিয়েছি। 

Leave a Comment