



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রাজ্য বিধান সভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে শুক্রবার রায়গঞ্জ ডাকঘর থেকে চিঠি পাঠালো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ।
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুভাশিষ ঝা, রায়গঞ্জ টাউন তৃণমূল যুব সভাপতি চিরঞ্জিত দত্ত, রায়গঞ্জ ব্লক ১ – তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কল্যাণ কুমার দাস সহ অন্যান্যরা।
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি শুভাশিস ঝা জানায়, পুরো রাজ্য জুড়েই এই কর্মসূচি হচ্ছে, আজ আজ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের উপস্থিতিতে এই কর্মসূচি করা হল।
