News Britant

ইন্দিরার জন্মদিনে রায়গঞ্জে অধীর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে রায়গঞ্জে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এসেই রাজ্য সরকারের  বিরুদ্ধে মুখ খুললেন তিনি। এদিন চাকুলিয়া যাওয়ার পথে অধীর বাবু রায়গঞ্জে এসে পৌছান দুপুর নাগাদ।

এরপর প্রথমে পৌর বাস টার্মিনাসের সামনে অবস্থিত ইন্দিরা গান্ধীর মূর্তিতে ফুল দেন। এরপর শিলিগুড়ি মোড়ে অবস্থিত প্রিয়রঞ্জন দাসমুন্সীর মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরই ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, শাণিত আক্রমণ করেন অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সরকার রাজ্যকে পিছনের দিকে এগিয়ে নিয়ে চলছেন।  তৃণমূল কংগ্রেসের কোনো আদর্শ না থাকায় তৃণমূল এখন ইন্দিরা গান্ধীকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন। স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ একাধিক বিষয়ে রাজ্য সরকারকে তুলোধুনো করেন তিনি।

Leave a Comment