News Britant

বিশ্বকাপ নিয়ে মাতামাতি বাংলাদেশে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হাবিবুর রহমান, ঢাকা: বিশ্বকাপ  ফুটবল নিয়ে এবারও বাংলাদেশে জেলায় জেলায় শুরু হয়েছে চরম মাতামাতি। আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মাগুরা জেলায় সাড়ে ৭ কিলোমিটার জারমান পতাকা তৈরি করেছেন এক বৃদ্ধ। আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ির রঙ করেছেন অপর এক ভক্ত। ৫০০ হাতের পতাকায় আর্জেন্টিনা সমর্থকরা বের করেছে শোভাযাত্রা। প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষ্মীপুর জেলার রামগতিতে নাবিল হোসেন (১৬) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গেলে তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

ভ্যানচালক রবিউল ইসলাম (৪৫) ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভালো ফুটবলার হওয়ার। কিন্তু দরিদ্রতা ও কিশোর বয়সে সংসারের হাল ধরার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি তার।এলাকার  যেখানেই ফুটবল খেলা হয় সেখানেই নিজের ভ্যান নিয়ে এবং তার কিছু অনুসারী নিয়ে হাজির হন মাঠে। এলাকায় ফুটবল পাগল নামে পরিচিত রবিউল। আর্জেন্টিনা ফুটবল দলের কট্টর সমর্থক। চার বছর আগের হতাশা ভুলে এবার রবিউল নিজের পুরো ভ্যান জুড়ে আর্জেন্টিনা দলের পতাকায় রাঙিয়ে এলাকায় সাড়া ফেলেছেন। নিজের একমাত্র সন্তান রনি হোসেন ব্রাজিলের ভক্ত হওয়ায় প্রায়শই বাবা-ছেলের বাকযুদ্ধ চলছে সমানতালে। এমনকি নিজেদের মধ্যে কথাও বন্ধ রয়েছে বেশ কয়েকদিন ধরে।

অপরদিকে ‍পতাকা আমজাদ’ হিসাবে পরিচিত ৭০ বছর বয়সী মাগুরা জেলার কৃষক আমজাদ হোসেন। এবার তৈরি করলেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। গত তিন বিশ্বকাপে দীর্ঘ পতাকা উড়িয়ে আলোচনায় আসেন তিনি। শুক্রবার তার এই বিশাল পতাকা আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয় মাগুরা পৌর এলাকার ঘোড়ামারা গ্রামে। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের জার্মানির পতাকা তৈরি করেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপের সময় তা বেড়ে হয় আড়াই কিলোমিটার। ২০১৪ সালে সেটি বাড়িয়ে করেন সাড়ে তিন কিলোমিটার। ২০১৮ সালে পতাকার দৈর্ঘ্য ছিল সাড়ে পাঁচ কিলোমিটার, যা বেশ আলোচিত হয়। এবার কাতার বিশ্বকাপ উপলক্ষে আমজাদ হোসেন তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা। কৃষক আমজাদ হোসেন জানান, আমি একবার জটিল অসুস্থতার কারণে অনেক অর্থ খরচ করেও কোনো ফল পাইনি।

তখন স্থানীয় এক কবিরাজ আমাকে জার্মানির তৈরি একটি ওষুধ দিলে আমি তাতে সুস্থ হয়ে উঠি। এরপর থেকে আমি দেশটির প্রতি কৃতজ্ঞ হয়ে পড়ি। পতাকাটির দৈর্ঘ্য বাড়াতে গিয়ে জমি বিক্রি করে দিয়েছি। গত বিশ্বকাপে জার্মান দূতাবাসের কর্মকর্তারা এসেছিলেন। ২০১৮ সালে বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের কর্মকর্তা ক্যারেন উইজোরা এসেছিলেন মাগুরায় পতাকাটি দেখতে। সে সময় তিনি আমজাদকে জার্মান ফুটবল ফ্যান ক্লাবের সদস্য হিসেবে ঘোষণা দেন এবং আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

চাঁদপুরের ফরিদগঞ্জের আব্দুর রহমান ভান্টি। তার চৌচালা টিনের ঘর আর্জেন্টিনার পতাকার রংয়ে রঙ করে আলোচনায় উঠে এসেছেন। প্রতিদিন দলে দলে লোকজন আসছেন তার ঘরটি দেখতে। দক্ষিণের জেলা সাতক্ষীরার তালায় প্রায় ৫০০ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার ফ্যানস ক্লাবের সমর্থকরা। শনিবার (১৯ নভেম্বর) সকালে পুরাতন তালা বি,দে সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। আর্জেন্টিনার পতাকা হাতে ও জার্সি পরে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেয়।

Leave a Comment