News Britant

৫ উইকেটে জয় পেল ইটাহার, পরাজিত বীরনগর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতায় শনিবার ৫ উইকেটে জয় পেল ইটাহার স্পোর্টস এন্ড গেমস এ্যাকাডেমী। এদিন তারা পরাজিত করল বীরনগর উন্নয়ন সমিতিকে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বীরনগর উন্নয়ন সমিতি।

তারা ৩৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মহ. সাহিল (৫৪) ও সজল হালদার (৪৫)। ইটাহারের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মুজাফফর আহমেদ। তিনি ৭.৫ ওভারে ২৯ রানে ৫ উইকেট তুলে নেন।

এরপর ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ৫ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিশ্বজিৎ সরকার করেন ৫৬ রান ও অভিষেক পাল করেন ৩০ রান। বীরনগরের পক্ষে জে. আনন্দ ৩৬ রানে ৩ উইকেট সংগ্রহ করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুজাফফর আহমেদ।

Leave a Comment