



#ইসলামপুর: আন্তর্জাতিক ভাবনায় সৃজন সাহিত্য আসর আয়োজিত ১২ তম মৈত্রী উৎসব আয়োজিত হল সাহিত্য সমারোহের মাধ্যমে। এই উৎসব অনুষ্ঠিত হয় ইসলামপুরের সূর্যসেন মঞ্চে। আজ সেই মঞ্চে ছন্দে ও ছড়ায় একটি অন্য ধারায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধুমাত্র ছড়া নিয়ে এধরনের অনুষ্ঠান উত্তরবঙ্গে প্রথম। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রতন তনু ঘাটি।
সভাপতিত্ব করেন বঙ্গ রত্ন ডঃ আনন্দ গোপাল ঘোষ, বিশেষ অতিথি শান্তিনিকেতনের ছড়াকার নীহার রঞ্জন সেনগুপ্ত, বাংলাদেশের চট্টগ্রামের ছড়াকার অরুন শীল, ত্রিপুরা থেকে আগত অমল কান্তি চন্দ। সৃজন সাহিত্য আসরের পক্ষ থেকে সৃজন সম্মান প্রদান করা হয় বাংলাদেশের বাচিক শিল্পী বেলায়েত হোসেন, উত্তরবঙ্গের ছড়াকার অমিত কুমার দে, শান্তিনিকেতনের নীহার রঞ্জন সেনগুপ্ত ও কলকাতার অন্যতম ছড়াকার, কবি রতন তনু ঘাটি, বাংলাদেশের চট্টগ্রামের ছড়াকার অরুন শীল, নেপালি কবি বিষ্ণুকুমার বেরেইলি, যন্ত্র সংগীত শিল্পী কৌশিক ব্যানার্জী।
সেতু সাহিত্য সন্মান দেওয়া হয় কলকাতার কবি শুভদীপ রায় ও ইসলামপুরের কবি দ্বিজেন পোদ্দারকে। ইচ্ছে ডানা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে ছান্দসিক সন্মান দেওয়া হয় অমল কান্তি চন্দকে। বিশেষ সন্মাননা দেওয়া হয় অনুভব দাস ও মিলি ভৌমিককে।। এদিন নারায়ন শংকর দাসের একটি বই প্রকাশ করা হয়। উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্য বাহি তুলাইপাঞ্জি চাল ও চা দিয়ে বরন করা হয় অতিথিদের।
সংস্থার সভাপতি শিপ্রা রায় বলেন, এই ধরনের সাহিত্যের অনুষ্ঠান নিয়মিত করা উচিত। তাতে সাহিত্যের প্রসার ঘটে। প্রথম ও দ্বিতীয় পর্ব মিলিয়ে রীতিমতন জমজমাট হয়ে ওঠে এই আসর। এদিনের অনুষ্ঠানের উদবোধন হয় বুনিয়াদপুরের বিশিষ্ট যন্ত্র সঙ্গীত শিল্পী কৌশিক ব্যানার্জীর বিভিন্ন যন্ত্র অনুসঙ্গে। উপস্থিত ছিলেন কবি নিশিকান্ত সিনহা, গোকুল সরকার, অরুন চক্রবর্তী, তুহিন চন্দ, অনির্বান নন্দী, কুনাল নন্দী,দেবব্রত চাকী, পার্থ সারথী ঝা, আশীষ ঘোষ,কবি ও গল্পকার সুদীপ চৌধুরী, বাপ্পাদিত্য দে সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন দত্ত, জ্যোতি বিশ্বাস ও সৌমিত্র চক্রবর্তী।
