



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বাড়তি জনসংখ্যার চাপে প্রতিদিনই পরিবর্তিত হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। আর মানুষের জীবনযাত্রা পরিবর্তনের কারণেই চারপাশের বায়ুর দূষণ ও তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলেছে। প্রত্যক্ষ, পরোক্ষ ভাবে এর প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপর। সেই সঙ্গে বেড়ে চলেছে ডায়রিয়া, ক্যান্সার, শ্বাসকষ্ট জনিত রোগ এবং পতঙ্গ বাহিত রোগ।
সেই কারণে এবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল একটি মানব পুতুল নাচ। বিশ্ববিদ্যালয়ের এনসিসি অফিসার ড. দেবজয় ভট্টাচার্য জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হল ছাত্র ছাত্রীদের মধ্যে বর্তমান সময়ে জলবায়ুর পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা।
এদিনের এই পথ নাটিকাটি করেন কলকাতার ধূমকেতু পাপেট থিয়েটার গ্রুপ। সেই ল নাট্য গ্রুপের ডিরেক্টর দিলীপ মণ্ডল এই বিষয়ে জানিয়েছেন, আমরা কোলকাতা ছাড়িয়ে জেলার পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এমন উদ্যোগে গ্রহণ করেছি।
এনসিসি ক্যাডরে যারা এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের অন্যতম রাণী বেগম নামক এক ছাত্রী জানান, আমরা ছাত্র ছাত্রীরা দায়িত্ব নিলে সমাজের অবক্ষয় রোধ করতে পারব। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি অফিসার ডক্টর দেবজয় ভট্টাচর্য্য এই অনুষ্ঠান সম্পর্কে বলেন, এমন কর্মসূচি গ্রহণ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে পালন করতে দেওয়ায় রাজ্য সরকার, রায়গঞ্জ পৌরসভাকে ধন্যবাদ জানাই। এই মানব পুতুল নাটক দেখতে বিশ্ববিদ্যালয়ের মাঠে উপস্থিত ছিল বহু সংখ্যক পড়ুয়া।
