



#রায়গঞ্জঃ সদ্যই রায়গঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য পরিচালনা সমিতির সভাপতিদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর। দু একটি স্কুল বাদ দিয়ে, বেশির ভাগ ক্ষেত্রেই আগের সভাপতিদের সরিয়ে এই তালিকায় নতুন নতুন মুখ দেখা গেছে। যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে মুখ খুললেও তৃণমূল কংগ্রেসের অন্দরেই ক্ষোভে ফুঁসছেন অনেকে। অবশ্য প্রকাশ্যে মুখ খুলতে নারাজ তারা।
এরকম পরিস্থিতিতে, এবার রায়গঞ্জ বিধানসভা এলাকার স্কুল গুলোর সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানী। রবিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রায় সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও নব নিযুক্ত সভাপতিরা। কয়েকজন অনুপস্থিত থাকলেও এমন সৌজন্যমূলক সাক্ষাতে হাসিমুখে দেখা গেল উপস্থিত সকলকে।
নবনিযুক্ত হাতিয়া হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ ঘোষ বলেন, এই মিটিংটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক পরিবেশে সকলের গেট টুগেদার হিসেবে পালন করা হয়েছে। বিধায়ক কৃষ্ণ কল্যানী সকল স্কুলের প্রধান কারণ ও সভাপতিদের সাথে কথা বলেছেন। স্কুল গুলোর পরিকাঠামো উন্নত করতে বা কোনো সমস্যা হলে বিধায়ক সহয়তা করবেন বলে জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে নতুন সভাপতিরা বরণ করে নেন নিজের নিজের স্কুলের প্রধান শিক্ষকদের। নানা ধরনের সমস্যা তুলে ধরেন এক প্রধান শিক্ষকও। সকলের সাথে আলাপচারিতায় বিধায়ক কৃষ্ণ বাবু পঠনপাঠনের পাশাপাশি স্কুলের পরিকাঠামো উন্নত করতে কোনো সহযোগিতা প্রয়োজন থাকলে জানাতে বলেন। এছাড়াও নব নিযুক্ত সভাপতিদের কাজ শিখিয়ে স্কুল পরিচালনা করতে অনুরোধ করেন। আগামী দিনে আবারও এমন গেট টুগেদার হবে বলেও জানান তিনি।
