News Britant

দুয়ারে সরকার ক্যাম্পে টাকা নেওয়ার অভিযোগ, চাঞ্চল্য রায়গঞ্জে

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#সুমন রায়, রায়গঞ্জঃ দুয়ারে সরকার ক্যাম্পে টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কমলবাড়ি গ্রামপঞ্চায়েতের কর্ণজোড়া হাইস্কুলে।সোমবার আনিসূর রহমান নামে এক ব্যক্তি দুয়ারের সরকারে ফর্ম ফিলআপ করতে এলে প্রথমে তার কাছে ফর্ম ফিল আপের জন্য কুড়ি টাকা চাওয়া হয় এরপর তিনি সেই টাকা দিতে চাইলেও পরবর্তীতে  অভিযুক্ত তার কাছে একশো সত্তর টাকা দাবি করেন কিন্তু আনিসূরের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় সে অভিযুক্তকে একশো টাকা দেন।

এরপরই এই বিষয়টি নিয়ে আনিসূর রহমান স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাসের সাথে যোগাযোগ করেন এবং দুয়ারে সরকারে টাকার বিনিময়ে ফর্ম ফিলআপের বিষয়টা জানালে পঞ্চায়েত প্রধান হাতেনাতে ঐ অভিযুক্তকে ধরেন। এই বিষয়ে আনিসূরের বক্তব্য, দুয়ারে সরকারে টাকা ছাড়াই ফর্ম ফিলআপ যে হয় তিনি বিষয়টা প্রথমে বুঝতে পারেননি, পরে প্রধানের সাথে কথা বলে তিনি বিষয়টি জানতে পারেন।

অবশেষে পঞ্চায়েত প্রধানের তৎপরতায় অভিযুক্ত একশো টাকা ফেরৎ দেয় আনিসূরকে। অন্যদিকে এই বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাসের বক্তব্য, দুয়ারে সরকারে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়। তিনি এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা সারাদিন ধরে এই ক্যাম্পে ছিলেন। টাকা নেওয়ার অভিযোগ যে ব্যক্তির বিরুদ্ধে এসেছে তাকে ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Leave a Comment