



#সুমন রায়, রায়গঞ্জঃ রেলের ট্র্যাক তৈরির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো তিন যুবক। ধৃতরা হলো বিক্রম সাহানী (১৯), সুধীর ঝা (৩৫) এবং সম্রাট শর্মা (২৪)। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের মধ্যে দুজনের বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়া ও বন্দর এলাকায় এবং সম্রাট শর্মার বাড়ি রায়গঞ্জের বারোদুয়ারী অঞ্চলে।
রবিবার রাতে রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকায় পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিলো, সেসময় পুলিশ কর্মীরা ঐ তিন যুবককে রেল লাইনের ধার থেকে একটা বস্তা তুলে আনতে দেখেন। এরপরই পুলিশের সন্দেহ হলে পুলিশ ঐ বস্তা খুলতেই দেখে রেলের ট্র্যাক তৈরির যন্ত্রাংশ রয়েছে তাতে। এরপরই ঐ তিন যুবককে গ্রেফতার করা হয়। এই বিষয় নিয়ে রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রেলকে এই বিষয়টি জানানো হয়েছে।
