News Britant

চালসা কালিবাড়ির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: ডুয়ার্সের অন্যতম প্রাচীন জনপদ চালসা। চালসা গোলাই সংলগ্ন এলাকায় আনন্দময়ী কালীবাড়িতে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন শুরু হলো। এই উপলক্ষে বুধবার সকালে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় রীতি মেনে নারায়ণ পুজা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সম্পাদক মলয় বিশ্বাস জানান, আজ থেকে ৩৫ বছর আগে এখানে ধর্মপ্রাণ মানুষের পুজা আরাধনার জায়গা ছিল না।

সেই সময় কিছু মানুষের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। আগামীকাল মা’য়ের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই উপলক্ষে রীতি অনুযায়ী আজ নারায়ণ পুজা হলো। আগামীকাল ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ঠিক দীপান্বিতা কালী পুজার দিন যেভাবে পুজা হয় সেই ভাবে পুজা হবে। 

মন্দিরের পুজারী চন্দন মুখ্যার্জী জানান, আমি প্রতিষ্ঠার দিন থেকে  গত ৩৫ বছর ধরে এখানে পুজা করে আসছি। মা’য়ের রং করা থেকে অঙ্গরাগ আমি করি। গত কয়েকবছর ধরে দীলিপ বাগচি নামের একজন সাহায্য করে আসছে। এখানের অনুভূতি আলাদা করে বলা যায় না। তবে আমি চাই আরও বেশি করে মানুষ মন্দিরে আসুক।

Leave a Comment