News Britant

ডিসেম্বর মাসে বন্ধ হবে সরকারি কর্মচারীদের বেতন, আশঙ্কায় দীপা দাসমুন্সী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়া পাওনা গন্ডা না আনতে পারলে আগামী ডিসেম্বর মাস থেকেই বন্ধ হবে সরকারি কর্মচারীদের বেতন। বুধবার দুপুরে রায়গঞ্জে এমনই আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী  দীপা দাসমুন্সী। এদিন রায়গঞ্জে কংগ্রেসের জেলা কার্যালয়ে দলের মহিলা সদস্যদের নিয়ে আলোচনার পর সাংবাদিকদের সাথে মিলিত হয়ে এমনটাই আশঙ্কা করলেন তিনি।

এছাড়াও বাংলা ভাগের বিরোধিতা না করলেও উত্তর বঙ্গ যে অর্থনৈতিক দিক থেকে দক্ষিণ বঙ্গের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে, সেকথা স্বীকার করে নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বর্তমান রাজ্য সরকার যে লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে সুবিধা নিতে পারবে না, সেটা জানিয়ে দীপা বলেন, লক্ষীর ভান্ডারে পাঁচ’শ টাকা পেলেও নিজের সন্তানের চাকুরির জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকা দিতে হচ্ছে।

তবুও চাকরি নেই। এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। তাই ওই প্রকল্প তৃনমুলকে খুব বেশি সুবিধা দিতে পারবে না। এদিনের কর্মসূচি উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী সুব্রতা দত্ত, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, নার্গিস খাতুন সহ অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Comment