News Britant

বন্ধ হয়ে থাকা শ্মশান ঘাটে ইলেকট্রিক চুল্লি মেরামত করার কাজ শুরু করলো পৌরসভা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে থাকা ইসলামপুর শ্মশান ঘাটে ইলেকট্রিক চুল্লি মেরামত করার কাজ শুরু করলো পৌরসভা। বৃহস্পতিবার ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম সেখানে গিয়ে সামগ্রিক বিষয় নিরীক্ষণও করেন। তিনি বলেন, চুল্লি খারাপ ছিল।

সেটা এখন ঠিক করার কাজ শুরু করা হয়েছে। সাত থেকে আট দিনে ইলেকট্রিক চুল্লি ঠিক করে দেওয়া হবে। কিন্তু একটি চুল্লি চালু করা হবে কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর আগে দুটি ইলেকট্রিক চুল্লি চলাকালীন মাসে দুই লাখ টাকা করে ইলেকট্রিক বিল আসে।

সেটা পৌরসভার পক্ষ থেকে বহন করা খুবই সমস্যা হয়ে দাড়ায়। তাই এবার থেকে একটা করেই কাজ করবে। ইসলামপুর শ্মশানে বেশি ডেড বডি সৎকার করার জন্য আসে না। তাই একটি ইলেকট্রিক দিয়েই কাজ চলে যাবে আশা করি। এখন থেকে মানুষের কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।

Leave a Comment