



#ইসলামপুর: পুকুর নিয়ে দুশ্চিন্তা! উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ডে জনবহুল এলাকায় রয়েছে একটি সুবিশাল পুকুর। পুুকুরটি সুদীর্ঘ হলেও তার চারিপাশে কোনো গার্ডওয়াল নেই। ফলে রাস্তা ভেঙে এগিয়ে আসছে পুকুর। মানুষের পথ চলাচলে যথেষ্ট সমস্যায় পরতে হচ্ছে।
এরই পাশাপাশি পুকুরটি সারা বছর ভরে থাকে ফলে বিশেষ করে বর্ষাকালে দুশ্চিন্তা বাড়ে। ছোটো বাচ্চাদের একা রাস্তা বেরোতে দেওয়া হয়না। পাছে তারা পুকুরে পরে দূর্ঘটনা ঘটে যায়৷ একাধিকবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কাউন্সিলর বলেন, এর জন্য বড়সড় ফান্ডের প্রয়োজন। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর।
