



#রায়গঞ্জঃ প্রতিটি রাজ্যের নিজস্ব শিল্প, নিজস্ব লোক সংস্কৃতি থাকে। যা নিয়ে সেই রাজ্যের বৈশিষ্ট্য ফুটে ওঠে। শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জে শুরু হল রাজ্যের শিল্প, সংস্কৃতিকে তুলে ধরতে এবারের বাংলা মোদের গর্ব কর্মসূচি। এতে জেলার শিল্প, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বহিরাগত ও স্থানীয় শিল্পী দের নিয়ে তিন দিন ব্যাপী মেলা, প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অধিকর্তা জগদীশ চন্দ্র রায়।
তিনি বলেন, ২৫শে নভেম্বর থেকে আগামী ২৭শে নভেম্বর পর্যন্ত এই মেলা ও প্রদর্শনী চলবে। এতে অতিথি শিল্পী হিসেবে থাকবেন স্বাগত দে, তৃষ্ণা পাড়ুই, সঙ্গীতা পাল চৌধুরী, কমল নাগ, পার্থ সরকার, গৌর আচার্য, সুরজিৎ চট্টোপাধ্যায়, তুলিকা চক্রবর্তী, পিউ মুখার্জি, অরিত্র দাশগুপ্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন শুভঙ্কর দাস, আল্পনা কুন্ডু, উৎপল সাহা।
এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, মহকুমা শাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মন্ডলীর সদস্য অরিন্দম সরকার, সাধন বর্মন, ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়া লাল আগরওয়ালা প্রমুখ।
