News Britant

হেমতাবাদে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক যুবতীর

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হেমতাবাদঃ টিউশন পড়ে বাড়ি ফেরা হলোনা।পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হলো কালিয়াগঞ্জের ধনকল এলাকার বাসিন্দা পারমিতা সাহা (২৩) নামে এক যুবতীর। ঘটনাটি ঘটেছে হেমতাবাদের পুরোনো ইলেকট্রিক অফিসের সামনে। স্থানীয়রা জানান, পারমিতা তাঁর বাবার বাইকে চেপে রায়গঞ্জ থেকে টিউশন পড়ে কালিয়াগঞ্জে ফিরছিলো সেই সময় কালিয়াগঞ্জের দিক থেকে একটি লরি এসে বাইকটিতে ধাক্কা মারে।

ঘটনাস্থলে লড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পারমিতার এবং আহত হন পারমিতার বাবা প্রবীর সাহা। এই ঘটনায় মৃতার আত্মীয় সঞ্জীব কুন্ডু জানান, পারমিতা তাঁর বাবা সাথে টিউশন পড়ে বাড়ি ফিরছিলো সেই সময় উল্টো দিক থেকে একটি লড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ঘাতক লড়িটিকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

Leave a Comment