News Britant

ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন শুরু প্রাথমিক বিদ্যালয়ের

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: রায়গঞ্জ পূর্বচক্রের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পা রাখল ৫০ বছরে। ৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যালি ও রক্তদান শিবিরের মধ্যে দিয়ে অনুষ্ঠান আগামীতেও হবে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপদ রায়। এদিন ছাত্র-ছাত্রীদের দৌড় প্রতিযোগিতা, আলু দৌড় ও দীর্ঘ লম্ফন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপদ রায় ছাড়াও বিদ্যালয়ের সহ শিক্ষক সম্পা সাহা, দেবাশীষ কুমার দে, নীরেন্দ্রনাথ দাস, সুরজিৎ দাস, কৌশিক মন্ডল, অমিত কুমার পাল, তারিনী রায, বাবলু সোরেন সহ অভিভাবকদের উৎসাহ ও সহযোগিতা ছিল লক্ষণীয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বড়ুয়া গ্রাম পঞ্চায়েত সদস্য মানিক বর্মন ও ক্রীড়া  প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

দীর্ঘ দুবছর করোনা কালে যেখানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা গুলি বন্ধ ছিল সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন হওয়ায় যথেষ্ট উচ্ছ্বসিত অভিভাবকেরা। সুবর্ণ জয়ন্তী উদযাপন  উপলক্ষে প্রধান শিক্ষক শ্যামাপদ রায় বলেন, আজ ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষের উদযাপন শুরু হল।  এরপর ২৮ ও ২৯ তারিখে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ ডিসেম্বর একটি শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং ২০ ডিসেম্বর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

২১ ডিসেম্বর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, গ্রামবাসী ও অতিথিদের নিয়ে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেদিন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা সমাজে সুপ্রতিষ্ঠিত তাদের সম্মান জানানো হবে। বিদ্যালয়ের শিক্ষক, গ্রামবাসী ও অভিভাবকদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এদের সহযোগিতায় অনুষ্ঠান ভালো ভাবে সম্পন্ন হবে আশা করছি। এছাড়া প্রশাসনিক স্তরে সাহায্যের জন্যও আবেদন জানানো হয়েছে।

Leave a Comment