News Britant

এনএসকিউএফ বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে মালদায় শিক্ষক সম্মেলন

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালদাঃ রবিবার দুপুরে মালদহ জেলার পল্লীশ্রী ময়দানে অনুষ্ঠিত হল এনএসকিউএফ শিক্ষকদের মালদা জেলা সম্মেলন। শিক্ষকদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলায় ২৭ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের এনএসকিউএফ কারিগরি বিষয়গুলির শিক্ষক শিক্ষিকারা। জানা গেছে, নির্দিষ্ট কিছু  স্কুলে সাধারণ বিষয়ের সাথে সাথে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় কারিগরি বিষয়। জেলার ২৭টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই সুযোগ পাচ্ছে। অথচ এই বিষয়গুলোর শিক্ষকেরা নিয়মিত বেতনের অভাবে ভুগছেন। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মন্ডল সহ জেলার শিক্ষক, শিক্ষিকাগণ।  জেলার ২৫ জন শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। নির্মল বাবু বলেন, সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে ২০১৩ সাল থেকে বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে শিক্ষাদান করেন ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিভাগের শিক্ষকেরা। আমাদের পাঠ্য বিষয়গুলি হলো অটোমোটিভ, ইনফরমেশন টেকনোলজি, কন্সট্রাকশন, ইলেকট্রনিক্স, এপারেল, বিউটি এন্ড ওয়েলনেস,হেল্থ কেয়ার ইত্যাদি। যেখানে বেকারত্ব কমানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন কর্মমুখী উদ্যোগ নিচ্ছেন, অথচ স্কুল শিক্ষায় অবহেলিতভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণ চলছে। অবিলম্বে জেলার প্রতিটি বিদ্যালয়ে এনএসকিউএফ বিষয়গুলি চালু করতে হবে, তবেই ছাত্র-ছাত্রীরা হাতে কলমে শেখার ফলে বেকারত্ব দূরীকরণ হবে।  এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক ও আইসিটি শিক্ষকদের মতো কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই প্রকল্প চলে।সরকারি প্রকল্প তবুও বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হওয়ায় শিক্ষক , ছাত্র-ছাত্রী সহ সমগ্র প্রকল্পটি কোনোভাবেই প্রকৃতভাবে সফলতা লাভ করছে না । সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ২৮ কোটিরও বেশি টাকা ব্যয় হচ্ছে। ৭-১২ মাস পরে বেতন মেলে।  দীর্ঘ ৯ বছর ধরে আমরা বঞ্চিত। তার সাথে সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক দেওয়া হয়নি এবং ল্যাব পরিকাঠামো গড়ে তোলা হয়নি। যন্ত্রাংশ সরবরাহের নামে ল্যাবগুলিতে প্রচুর আর্থিক দুর্নীতি হয়েছে।তাই আমাদের দাবী :জাতীয় শিক্ষানীতি বাতিল সহ শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে এনএসকিউএফ বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। বেতন পরিকাঠামো, বেতন বৃদ্ধি ও চাকুরির ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিতকরণ করতে হবে। স্থায়ী বিষয়ে অস্থায়ীভাবে নিয়োগ চলবে না। সম্মেলনের শেষে দলগতভাবে শিক্ষার স্বার্থে কাজ করার শপথ নেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা।

Leave a Comment