News Britant

পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদ্যোগে সৌর শক্তি চালিত পানীয়জলের ব্যবস্থা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদ্যোগে মেটেলি ব্লকের প্রত্যন্ত গৌরীগাও বস্তিতে সৌরশক্তি চালিত পানীয়জলের ব্যবস্থা করা হলো। মেটেলি ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম গৌরীগাও। প্রায় শত খানেক পরিবারের বাস। দীর্ঘদিন ধরে এই গ্রামে পানীয়জলের সমস্যা ছিল। প্রায় দেড় থেকে দুই কিমি দূর থেকে জল বয়ে এনে জলের সমস্যা মেটাতো গ্রামবাসীরা।জলের সমস্যা দূর করার জন্য বিভিন্ন মহলে জানিয়েছিল। 

সম্প্রতি ব্লক প্রশাসন ও মেটেলি-বাতাবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ১৪ অর্থ কমিশনের বরাদ্দ টাকায় প্রায় ১০.৫ লক্ষ টাকা ব্যয় করে সৌরশক্তি চালিত পানীয়জলের ব্যবস্থা করা হয়েছে। এখন আর গ্রাম বাসীদের দূর থেকে জল বয়ে আনতে হয় না। জলাধার থেকে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে জল। এতেই খুশি গ্রামবাসীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে আমাদের দূর থেকে জল বয়ে আনতে হতো। এখন বাড়িতেই জল পাওয়া যাচ্ছে। এর জন্য বিডিও, গ্রাম পঞ্চায়েত ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পঞ্চায়েত প্রধান দীপক ভুজেল জানান, ওই বস্তিতে সাবেক কাল থেকে জলের কষ্ট ছিল। সেই সমস্যা মেটাতে এই উদ্যোগ। আমাদের রাজ্য সরকার মানুষের পাশে আছে। মানুষের জন্য কাজ করে চলছে।

Leave a Comment