News Britant

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বই প্রকাশ, উপস্থিত উপাচার্য, নিবন্ধক

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ জাতি, ধর্ম, লিঙ্গ বৈষম্য নিয়ে যখন দেশে অসহিষ্ণুতা মাথা চাড়া দিয়ে উঠছে, তখন সমতার খোঁজে বই প্রকাশ হল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার দুপুরে  রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে বিশিষ্ট অতিথিদের হাতে উন্মোচন  হয় ইন সার্চ অফ ইকুয়ালিটি নামক বইটির।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সঞ্চারী রায়  মুখোপাধ্যায়, নিবন্ধক ডঃ দুর্লভ সরকার, বইটির  এডিটর অনিরুদ্ধ দাস, দীপক কুমার রায়, স্বপন কুমার পাইন, সুনীল চন্দ ও অন্যান্য অধ্যাপকেরা।

বইটির সম্পাদকেরা বইটি প্রকাশের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে  বলেন, ২০১৯ সাল থেকে প্রচেষ্টার পর এদিন  সার্থক রূপে বইটির উন্মোচন করা হল। আমাদের বইটিতে ভারতের সংবিধান,  সমতা, জাতিবাদ প্রভৃতি বিষয়গুলিকে আগামী প্রজন্মের কাছে নতুন রূপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Leave a Comment