News Britant

নিজের জীবনের গল্প শেষ করলেন সাহিত্যিক দেবেশকান্তি চক্রবর্তী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#শৌভিক দাস: শেষ হল লড়াই। সাহিত্যিক দেবেশকান্তি চক্রবর্তী যাত্রা করলেন অজানার উদ্দেশ্যে। বুধবার সকালের সূর্যের আলোটা হঠাৎ যেন ঢাকা পড়ল এক দুঃসংবাদের মেঘে। ছড়িয়ে পড়ল শোক শীতের গাঢ় কুয়াশার মতো রায়গঞ্জ শহর তথা উত্তরবঙ্গের বাংলা সাহিত্যের তাঁর পাঠক ও অসংখ্য গুণমুগ্ধ মানুষের মনে। গত ১৬ দিনের লড়াইয়ে শেষে সাহিত্যিক দেবেশকান্তি চক্রবর্তী গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

উল্লেখ্য, গত ১৪ তারিখ সোমবার রায়গঞ্জ পুরসভায় উত্তর দিনাজপুর জেলার ২৮তম বইমেলা সংক্রান্ত এক মিটিং-এ যোগ দিতে যাওয়ার পথে তাঁর টোটোতে অন্য একটি গাড়ির এসে ধাক্কা মারায় মাথায় আঘাত পান দেবেশবাবু। সেই অবস্থায় প্রায় দু’ঘন্টা মিটিং করার পর বাড়ি ফিরে অসুস্থ বোধ করায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে গেলে তাঁর আঘাত যে কতটা গুরুতর তা বোঝা যায়।

এরপর সংকটজনক অবস্থায় তাঁকে সেখান থেকে গত ১৫ তারিখ শিলিগুড়ির একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করা হয়। প্রায় ১৪ দিন সেই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছেন দেবেশ বাবু। কোমায় থেকেও শ্বাসপ্রশ্বাস নিয়ে তিনি যেন এই কয়দিন বোঝাতে চাইছিলেন যে তিনি লড়াইটা ছাড়েননি। কিন্তু বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের অত্যন্ত ব্যায়বহুল চিকিৎসা অর্থাভাবে তাঁকে আর বেশিদিন দেওয়া সম্ভব হয়নি।

যদিও এরমধ্যে দেবেশকান্তি চক্রবর্তীর চিকিৎসার জন্য তাঁর বন্ধু, শুভাকাঙ্ক্ষী, গুণমুগ্ধ বহু মানুষ আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শুভকামনা জানিয়েছিলেন। কিন্তু সকলের সব শুভকামনা তুচ্ছ করে গত ২৯ তারিখ রাতে তিনি পাড়ি দিলেন এক অজানা জগতের পথে। দেবেশ বাবুর এই অকাল প্রয়াণে বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন আপামর পাঠককুল।

Leave a Comment