News Britant

৩ বছর পর খুললো ভারত-বাংলাদেশ বর্ডার হাট

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#হাবিবুর রহমান, ঢাকা: দীর্ঘ তিন বছর পর খোলা হয়েছে কুড়িগ্রামের রাজিবপুর বালিয়ামারি সীমান্তে বাংলাদেশ ও ভারতের বর্ডার হাট। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির আশঙ্কায় তিন বছর বন্ধ রাখার পর বুধবার খোলা হয়ছে এ হাটটি। বুধবার  সকাল ৮টা থেকে মালামাল ও পণ্যসামগ্রী আনতে শুরু করে দুই দেশের ব্যবসায়ীরা।

ভারতের পক্ষ থেকে বাজারে তোলা হয়েছে কমলা আঙ্গুর জিরা সুপারিসহ নানা ধরনের মসলা। বাংলাদেশের পক্ষ থেকে বাজারে তোলা হয়েছে বিভিন্ন ধরনের শীতের কাপড় প্লাস্টিক পণ্যসামগ্রী। এদিন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী ক্রেতাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

পূর্বের মতো সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি বুধবার এ হাট চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে হাটটি খুলে দেওয়া হয়। রাজিবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত চক্রবর্তী বলেন, ‘দীর্ঘদিন হাট বন্ধ থাকার কারণে এখানে অনেক মানুষ কর্মবিমুখ হয়ে যায়। আজ হাট খুলে দেওয়ায় এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

‘২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বর্ডার হাটের কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর বন্যার কারণে হাটের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উভয় দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে চালুর সিদ্ধান্ত নেওয়া হয় গত ১৫ নভেম্বর।

Leave a Comment