



#রায়গঞ্জঃ বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে প্রকাশিত হল ইতিহাস বিভাগের অধ্যাপক বাবুলাল বালার লেখা বই ‘কংগ্রেস ইন দ্যা পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল’। লেখক জানিয়েছেন, জাতীয় রাজনীতিতে কংগ্রেসের অবদান তাৎপর্যপূর্ন হলেও পশ্চিম বঙ্গের রাজনীতিতে কেন কোনঠাসা হয়ে গেছে জাতীয় কংগ্রেসের রাজনীতি, সেই বিষয় গুলো নিয়েই এই গবেষণা ধর্মী বই।
রাজ্য জুড়ে শিক্ষা, স্বাস্থ্য সহ নানা উন্নয়ন কেন্দ্র স্থাপন করলেও বিগত বেশ কয়েকটি নির্বাচনে এ’রাজ্যে রাজনৈতিক গুরুত্ব হারিয়েছে তারা। এই বইয়ে ১৯৪৭ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কংগ্রেসের অভ্যুত্থান থেকে পড়ন্ত বেলা অব্দি তুলে ধরা হয়েছে বলে জানান লেখক।
এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা সঞ্চারী রায় মুখোপাধ্যায়, নিবন্ধক ড. দুর্লভ সরকার, বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ অধ্যাপক কালিশংকর তিওয়ারি, কলা বিভাগের অধ্যক্ষ অধ্যাপক দীপক কুমার রায়, অধ্যাপক বরেন্দ্র নাথ গিরি সহ অন্যান্যরা। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সঞ্চারী রায় মুখোপাধ্যায।
