



#মালবাজার: আবারও রেললাইন পারাপার হাতির প্রাণ রক্ষা করলেন দুই ট্রেনচালক। বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে চাপরামারি বনাঞ্চলে রেললাইনের ওপর ওই হাতিটিকে দেখতে পান ইন্টারসিটি এক্সপ্রেসের চালক পঙ্কজ কর ও সহ চালক সুজিত কুমার দাস।
তারা হাতিটি দেখা মাত্রই জরুরিকালীন ব্রেক কষে ট্রেনের গতি একেবারেই শ্লথ করে দেন। দেখা যায় লাইনের ওপর দিয়ে হাতিটি দীর্ঘক্ষণ রেললাইনে দাঁড়িয়ে ছিল। এরপর হাতিটি রেললাইন পারাপার করে একপাশের জঙ্গল থেকে অপর পাশের জঙ্গলে চলে যায়।
দীর্ঘ প্রায় ১৪ মিনিট দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। প্রসঙ্গত, গত দুই মাসে ডুয়ার্সের রেললাইনে এই নিয়ে ৯ বার এমন ঘটনা ঘটল। চালকদের তৎপরতা ও উপস্থিত বুদ্ধিতে রক্ষা পেল হাতি।
