



#ইসলামপুর: গভীর রাতে আগুনে ভস্মীভূত পর পর ৫টি বাড়ি। ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের অন্তর্গত লাহুতাড়া ১নং গ্ৰাম পঞ্চায়েতের পূর্ব পিপলা গ্ৰামে। প্রথমে ধোঁয়া দেখতে পান পরিবারের লোকেরা। মুহুর্তের মধ্যে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষনের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বাড়ি।
জামাকাপড় সহ ঘরের সমস্ত জিনিস পত্র ধান চাল ভোটার কার্ড সহ আধার কার্ড সহ নগদ ৩ লক্ষ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে দাবী পরিবারের সদস্যদের। শেসমেশ স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানো হয়। আইনাল হক, এমরুল কয়েশ, জয়নাল আবেদিন এই তিন ভাই সহ ৫ জনের বাড়ি পুড়ে যাওয়ার কারনে খোলা আকাশের নিচে রয়েছে পরিবারের লোকজন।
এদিকে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন করণদিঘী বিধায়ক গৌতম পাল। তাদের হাতে ত্রান তুলে দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক। সবরকম সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
