News Britant

উদ্বোধন মাত্র ৪ বছর আগে, ধুলোয় ঢাকা পড়েছে ভ্রাম্যমান গ্রন্থাগার

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ আগামী ৬ই ডিসেম্বর রায়গঞ্জে বসছে ২৮তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা। রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। মেলায় উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শনিবার দুপুরে রায়গঞ্জ কর্ণজোড়ার মাল্টিপারপাজ হলে সাংবাদিকদের সাথে মিলিত এমনটাই জানালেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা।

জেলাশাসক সাংবাদিকদের জানান ৬০টির মত প্রকাশনী ছাড়াও বেশ কয়েকটি সরকারি প্রকল্পের স্টল থাকবে মেলা চত্বরে। তিনি জানান, সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন বিকেল থেকে সেমিনার চলবে। এছাড়াও নব প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো,  সেমিনার, ডিবেট, কেরিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি গুলোতে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের স্বাগত।

ভিন রাজ্যের প্রকাশকদের এই ২৮তম বইমেলায় আসার সম্ভাবনা রয়েছে জানিয়ে জেলাশাসক বলেন, এই  মেলায় জেলার বেশ কয়েক জন লেখকদের বই, পেপার প্রকাশিত হবে বলে কথা রয়েছে। বইমেলা সুষ্ঠু ভাবে  সম্পন্ন করতে জেলা বইমেলা কমিটির পাশাপাশি অভ্যর্থনা উপ সমিতি, সাংস্কৃতিক উপসমিতির বেশ কয়েকটি সভা আয়োজিত হয়েছে।

জেলাশাসক যখন সাংবাদিকদের এমন তথ্য দিচ্ছেন, তখন সেই মাল্টিপারপাস ভবন চত্বরেই ধুলোয় ঢাকা অবস্থায় পড়ে রয়েছে জেলা গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে চালু হওয়া ভ্রাম্যমান গ্রন্থাগার ‘ঘরে বাইরে’। ২০১৮ সালের ২৫শে জুন বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের অর্থে এই ভ্রাম্যমান গ্রন্থাগার চালু করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। জেলার প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি করতে এমন উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসন।

কিন্তু ধুলোয় ঢাকা ভ্রাম্যমান গ্রন্থাগার নিয়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার দেবব্রতকুমার দাসকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই ভ্রাম্যমাম গ্রন্থাগারটি চালু হওয়ার পর থেকে নিয়ম করে ডালখোলা, চাকুলিয়া, চোপড়া সহ প্রতিটি ব্লকের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিয়ে আসছে। কিন্তু বিগত ১০/১২ দিন ধরে আমরা জেলা বইমেলা নিয়ে ব্যস্ত থাকায় ওই ভ্রাম্যমান গ্রন্থাগারের পরিষেবা বন্ধ রয়েছে। এবিষয়ে উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, আমি আপনাদের কাছেই বিষয়টি শুনলাম। খোঁজ নিয়ে দেখছি।

Leave a Comment