News Britant

চালু হলো প্রি-প্রাইমারি ‘কিডস কাস্টেল’ স্কুল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: মালবাজার শহরের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কলোনিতে চালু হলো প্রি-পাইমারি শিক্ষার এক স্কুল। রবিবার দুফুর ১টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে স্কুলের চলার পথের সুচনা করেন এসএসবি ৪৬ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার প্রফুল্ল কুমার।উপস্থিত ছিলেন মাল আদর্শ বিদ্যা ভবনের প্রধান শিক্ষক উৎপল পাল সহ অন্যান্যরা। 

উদ্বোধন করে সিও প্রফুল্ল কুমার বলেন, স্কুলের শিক্ষার প্রাক্কালে শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ জন্মাতে এরকম স্কুলের আবশ্যকতা রয়েছে। এসএসবিতে কর্মরত বহু জোয়ানদের পরিবার এখানে থাকে তাদের বাড়ির শিশুদের ক্ষেত্রে এ রকম স্কুল সহায়ক হবে।

প্রধান শিক্ষক উৎপল পাল বলেন, শহরে এরকম শিক্ষা কেন্দ্রের প্রয়োজন আছে। খেলাধুলা ও নাচ গানের মাধ্যমে একেবারে ছোট শিশুরা শিক্ষার প্রথম পাঠ নিতে পারবে। আমাদের দুই ছাত্রী এই উদ্যোগ নেওয়ায় তাদের অভিনন্দন জানাচ্ছি।

স্কুল পরিচালিকা ও প্রধান শিক্ষিকা চয়নিকা ভট্টাচার্য নন্দী বলেন,আমরা জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হবে। এখানে ডিজিটাল বোর্ড, কিন্নার গার্ডেন সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে। ২ থেকে ৬ বছর পর্যন্ত শিশুরা এখানে শিক্ষার সুযোগ পাবে।

Leave a Comment