News Britant

সরকারি বাসে টাকা ছিনতাইয়ের অভিযোগ, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#ইসলামপুর: শিলিগুড়ি থেকে মালদা গামী সরকারি বাসে টাকা ছিনতাইয়ের অভিযোগ, ঘটনাকে ঘিরে  চাঞ্চল্য ছড়িয়েছে বাসে থাকা যাত্রীদের মধ্যে শিলিগুড়ি থেকে এক বাস যাত্রী বাসে উঠেন করণদিঘী যাওয়ার জন্য, করণদিঘীর বোতলবাড়ি বাসস্ট্যান্ড নামার সময় ওই যাত্রী দাবি করেন তার পকেট থেকে ৫০০০০ টাকা পকেট মার হয়েছে।

তার এই অভিযোগের পর বাসে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চলের সৃষ্টি হয়। তৎক্ষণাৎবাস কন্টাকটর অপূব দাস বাস থামিয়ে ওই এলাকায় ট্রাফিক ক‌মরত পুলিশ কর্মীদের বিয়ষটি জানান, পুলিশ পুরো ঘটনাটি শুনে বাস টি চেক করেন, কিন্তু কোনো যাত্রীর কাছ থেকেই সেই টাকা উদ্ধার  হয়নি।

Leave a Comment