



#ইসলামপুরঃ ভারত, বাংলাদেশ ও আমেরিকা এই তিন দেশের লেখক ও কবি সমারোহে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে বিশেষ সম্মাননায় সম্মানিত হলেন ইসলামপুরের লেখক সুশান্ত নন্দী। পয়লা ডিসেম্বর রংপুর বিভাগের আট জেলার চার শতাধিক লেখক প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের রংপুরের ঐতিহ্যবাহী টাউন হল মিলনায়তনে রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন।
সাথী বেগমের সভাপতিত্বে শুরু হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন সচিব তথা বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহা পরিচালক এ এইচ এম লোকমান এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশিষ্ট লেখক সালেম সুলেরি সহ অন্যান্যরা। কোরআন ও গীতা পাঠের মাধ্যমে সম্প্রীতির বাতাবরণ সকলের দৃষ্টি আকর্ষণ করে। মোট ১২ টি পর্বে চলে অনুষ্ঠান।
তবে রংপুর বিভাগের আটটি জেলার জন্য ছিল পৃথক পৃথক পর্বের কর্মসূচি। ভারতের থেকে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পশ্চিম বঙ্গের লেখক সুশান্ত নন্দী, মনোজ পাইন ও কুনাল নন্দী।ত্রিপুরা থেকে ছিলেন লেখক দিব্যেন্দু নাথ ও গোপাল চন্দ্র দাস। সংস্থার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলার আটজনকে গুনী সাহিত্যিক সম্মাননা প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সম্মান পান মো, মোছাদ্দেক হোসেন এবং বিশেষ সম্মাননায় ছিলেন এপার বাংলার একমাত্র লেখক সুশান্ত নন্দী। পাশাপাশি সেরা সংগঠক সম্মাননা পান ডাঃ ফেরদৌস রহমান পলাশ। বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমদ যে ভাবে বাঙলা ভাষার মুক্ত চর্চার প্রসারে ধারাবাহিক ভাবে এই সাহিত্য বিষয়ক কর্মসূচি নিয়ে বিভাগের সমস্ত জেলাকে মিলিয়ে দেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তা প্রশংসার দাবি রাখে।
সমাপনি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক এবং বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী মোঃ জুননুন প্রমুখ। তাদের হাত দিয়েই প্রকাশিত হয় একটি স্মারক গ্রন্থ।
