News Britant

জরাজীর্ণ ব্রিজের নব নির্মানের দাবিতে সোচ্চার স্থানীয়রা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজার: জরাজীর্ণ মেটেলি বাজার এলাকার কুর্তি ব্রিজের নব নির্মানের দাবিতে আবারও সোচ্চার হলো স্থানীয় মানুষজন।ডুয়ার্সের অন্যতম পুরানো জনপদ মেটেলি বাজার।বাজারের উত্তরে চৌরাস্তার পশ্চিম দিকে চলে গেছে মেটেলি – ইঙ্গু রাজ্য সরক।এই রাস্তা সোজা চলে গেছে নাগেশ্বরী, জুরন্তি, চিলৌনি ও ইঙ্গু চাবাগানের দিকে।

চারটি চাবাগানের প্রায় হাজার পচিশের মানুষের দৈনন্দিন বাজার, শিক্ষা, চিকিৎসার জন্য এই রাস্তা ধরেই মেটেলি বাজারে আসতে হয়। সেখান থেকে চালসা হয়ে মালবাজারে যোগাযোগ রাখতে হয়। বিকল্প অন্য কোন পথ নেই। গুরুত্বপূর্ণ এই রাস্তার মধ্যে দিয়ে বয়ে গেছে দুরন্ত পাহাড়ি নদী কুর্তি। মেটেলি বাজার পার হলেই কুর্তি নদীর উপর রয়েছে এক জরাজীর্ণ সেতু। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন পণ্যবাহী চাবাগানের গাড়ি, স্কুল বাস সহ শতাধিক গাড়ি যাতায়াত করে।

পায়ে হেটে কিম্বা সাইকেলে চলাচল করে বহু মানুষ। দীর্ঘদিন ধরেই সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এজন্য মাঝেমধ্যে দূর্ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় এক বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়ে হাত ভাঙেন।এতেই রবিবার স্থানীয় মানুষ সেতুটি সংস্কার ও নবনির্মানের সোচ্চার হয়ে ওঠেন।রীতিমতো সেতুর উপর দাঁড়িয়ে প্লাকাট হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। স্থানীয়দের দাবি অবিলম্বে সেতুর সংস্কার ও নির্মাণ জরুরি।

না হলে যে কোন দিন বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। অবিলম্বে সেতু না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেন স্থানীয়রা। প্রসঙ্গত উল্লেখ্য, আগেও এই সেতু নির্মাণের দাবীতে সোচ্চার হয়েছিল। কিন্তু, সেতু নির্মাণ না হওয়ায় মানুষজন যথেষ্ট ক্ষুব্ধ। 

Leave a Comment