



#রায়গঞ্জঃ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের তথা রাজ্য কো অর্ডিনেশন কমিটির ২০তম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের ছন্দম মঞ্চে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কোঅরডিনেশন কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলা মুখার্জি সহ স্থানীয় নেতৃত্বরা।
মূলত বকেয়া ৩৫ শতাংশ মহার্ঘ্য ভাতা, শূন্য পদে স্বচ্ছ ভাবে নিয়োগ, চুক্তিতে নিযুক্ত কর্মচারীদের স্থায়ীকরণ, সম কাজে সমবেতন এবং ট্রেড ইউনিয়নের অধিকার রক্ষার দাবিতে তাদের এই সমাবেশ বলে জানান দেবলা মুখার্জি।
তিনি বলেন, প্রচুর পরিমাণে সরকারি কর্মচারী অবসর নেওয়ায় যে বিপুল শূন্য পদ সৃষ্টি হয়েছে, তাতে অতি দ্রুত এবং স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া দরকার। তবে নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব বলেই জানান তিনি। সম্মেলনের শুরুতে একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
