



#মালবাজারঃ স্কুল ও কলেজের পড়ুয়াদের নিয়ে ২২তম প্রকৃতি পাঠ শিবির অনুষ্ঠিত হবে আগামি ২৬শে ডিসেম্বর থেকে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে এই শিবির অনুষ্ঠিত হবে কালিম্পং জেলার মাকুমে। সোমবার সংস্থার অফিসে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক নফসর আলী।
সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আশিক আলি, সৌমাভ্য সেন গুপ্ত, ইরফান আলী, দিলীপ বসাকসহ অন্যান্যরা। এদিন সম্পাদক নফসর আলী জানান, আগামী ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কালিম্পং জেলার মাকুম এই শিবির হবে। উত্তর বঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ১২০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশগ্রহণ করবে।
এই শিবিরে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা যেমন থাকবে তেমনি সাধারন ছেলে মেয়েরাও থাকবে। সাত দিনের এই শিবিরে ছাত্রছাত্রীদের প্রকৃতিকে চেনানো, রিভার ক্রসিং, মাউন্টেনিং, বার্ড ওয়াচিং, রক ক্লাইম্বিং শেখানো হবে। ইতি মধ্যে ছাত্রছাত্রীরা নাম নথীভুক্ত করতে শুরু করেছেন বলে নফসর আলী জানিয়েছেন।
