News Britant

কুলিকের পাড়ে বসে জৈববৈচিত্র্যের অধ্যয়নে স্কুল পড়ুয়ারা

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শ্রেণীকক্ষের পঠনপাঠনে বিষয়ভিত্তিক জ্ঞান আহরন হলেও বাস্তব অভিজ্ঞতায় খামতি রয়ে যায়। তাই বিখ্যাত দার্শনিক কার্ল ও সাওয়ার বলেছিলেন,  আই হেট দ্যা ক্লাসরুম অফ জিওগ্রাফি। সেই বাক্যকে স্মরণে রেখে সোমবার দুপুরে রায়গঞ্জ শহর লাগোয়া কুলিক পাখিরালয় উপস্থিত হল রায়গঞ্জ মোহনবাটি হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ভূগোল বিভাগের পড়ুয়ারা।

এদিন তারা কুলিক অভয়ারণ্যের শিয়ালমনিতে উপস্থিত হয়ে হাতে কলমে শেখে গাছ, পাখি, লতা, পাতার নাম ও তাদের উপযোগিতা। শিমুল, জারুল, অর্জুন গাছের ব্যবহারিক উপযোগিতা শিখে দিন শেষে পড়ুয়ারা বলে, আমরা এখানে জৈববৈচিত্র্য নিয়ে বাস্তব জ্ঞান শিখতে এসেছি। আমরা এখানে জারুল, কদম, আকাশমণি, জারুল গাছ সহ কীট, পতঙ্গ প্রভৃতি সম্পর্কে জানলাম। হাতে কলমে অনেক কিছু  শিখলাম।

পড়ুয়াদের সাথে এদিন ওই অভয়ারণ্যে উপস্থিত ছিলেন ওই স্কুলেরই ভূগোল বিভাগের শিক্ষক বিশ্বজিৎ রায়। তিনি পড়ুয়াদেরকে জীব বৈচিত্র্য কি, কিভাবে জীব বৈচিত্র্য আমাদের জীবন যাপনকে নিয়ন্ত্রণ করে, এই বৈচিত্র্যতাই যে আমাদের জীবনে অমূল্য, সেই বিষয় গুলো ব্যাখা করে বোঝান। এরপর তিনি বলেন, শ্রেণীকক্ষে পঠনপাঠনে অনেক কিছু খামতি রয়ে যায়। তাই এদিন রায়গঞ্জের গর্ব কুলিক পাখিরালয়ে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের নিয়ে আসা হয়েছে।

ওরা হাতে কলমে গাছপালা, ঝোপঝাড়ের ঔষধি গুণ জানার সাথে সাথে কীটপতঙ্গের উপযোগিতা শিখছে। এই অনুমতির জন্য রায়গঞ্জ বনবিভাগের আধিকারিকদের ধন্যবাদ জানাই। টেষ্ট পরীক্ষার শেষে  দ্বাদশ শ্রেণিতে পাঠরত এই পড়ুয়াদের সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার আগে শীতের মরশুমে সারাদিন ধরে, হাতে কলমে এমন শিক্ষা ওদের জীবনের নতুন দিশা খুলে দেবে, এমনটাই জানালেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস।

Leave a Comment