



#রায়গঞ্জঃরায়গঞ্জ পৌরসভার ২৫ নং ওয়ার্ডে দুষ্কৃতীদের তান্ডব, এমনই অভিযোগকে কেন্দ্র করে ওয়ার্ডবাসীদের নিয়ে সোমবার সন্ধ্যায় বৈঠক করলেন ওয়ার্ড কো-অর্ডিনেটর অসীম অধিকারী।দীর্ঘদিন ধরে দেবপুরী মন্দির সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে এমনকি মন্দির প্রাঙ্গনে আসা ভক্তদের উত্যক্ত করার পাশাপাশি মন্দিরের কর্মীদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন অসীম অধিকারী।
তিনি বলেন,বেশ কিছু দুষ্কৃতী দীর্ঘদিন ধরে মন্দির সংলগ্ন এলাকার পরিবেশ নষ্ট করতে চাইছে।এমনকি এর আগেও তাঁরা মেলা বন্ধ করার চেষ্টা করেছিলো তবে প্রশাসনের উদ্যোগে সেই মেলা হয়।দুষ্কৃতীদের এই দৌরাত্ম বন্ধের দাবিতে আজ ওয়ার্ডের নাগরিকদের নিয়ে একটি বৈঠক করা হয় যেখানের নাগরিকদের স্বাক্ষর নিয়ে তিনি প্রশাসনের কাছে জমা দিবেন বলে জানান।
