News Britant

বুনো হাতির তান্ডবে এক দম্পতির মৃত্যু, জখম দুই

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#মালবাজারঃ বুনো হাতির তান্ডবে মৃত্যু ঘটলো এক বয়স্ক দম্পতির। সেই হাতির আক্রমণে জখম হলো তাদের কন্যা ও নাতি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের আংরাভাসা -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের  কলাবাড়ি চাবাগানের গাড়া লাইন শ্রমিক মহল্লায়। মৃত দম্পতির নাম বাবুরাম মাঝি(৬৩) ও বাহমোনি মাঝি(৫৬)। জখম কন্যার নাম আশা মাঝি(৩০) নাতির নাম রাজবীর মাঝি(৮)। জনক দুইজন বানারহাট হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ২টা নাগাদ পাশের ডায়না বনাঞ্চল থেকে এক বুনো দাঁতাল কলাবাড়ি চাবাগানের গাড়া লাইন শ্রমিক মহল্লায় হানা দেয়। খাওয়ারের ৪ বাড়ি ভেঙে তান্ডব করে। এরপর হামলা চালায় মাঝি পরিবারের ঘরে। গোটা পরিবার তখন ঘুমিয়ে ছিল। দাঁতাল  ঘর ভেঙে তছনছ করে বৃদ্ধ দম্পতিকে টেনে বার করে শুড় দিয়ে পেচিয়ে পদপিষ্ট করে মারে।

কন্যা আশা মাঝি প্রান ভয়ে পুত্রকে কোলে নিয়ে পালাতে যায়। দাঁতাল তখন মা ও ছেলেকে শুড় দিয়ে তুলে ছুড়ে ফেলে দেয়। এতেই দুই জন জখম হয়। বর্তমানে তারা বানারহাট হাসপাতালে চিকিৎসাধীন। পরে বস্তিবাসীদের চিৎকার ও প্রতিরোধে কিছু ক্ষন তান্ডব রচিয়ে দাঁতাল বনে ফিরে যায়। এই ঘটনায় ওই এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 

Leave a Comment