News Britant

বিদ্যালয় থেকে মিড ডে মিলের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: আবারও মিড ডে মিল এর চাল চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়াল স্কুল ও সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইলুয়াবাড়ি (হোটেল) প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুই কুইন্টাল এর চাল এসেছিল বিদ্যালয়ে।

দায়িত্বে থাকা কর্মী তা যথোপযুক্ত স্থানে সেই চাল রেখে দেন কিন্তু রাতের বেলা কেউ বা কারা তালা ভেঙ্গে সেই চাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। বুধবার সকালে স্কুল ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্হানীয় বাসিন্দারা বিদ্যালয় কতৃপক্ষকে খবর দেয়। এই ঘটনার জেরে মিড ডে মিল রান্না করতে চরম সমস্যা তৈরী হয়েছে। ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক অশোক কুমার সরকার।

Leave a Comment