



#ইসলামপুর: শুধুমাত্র খেলাধূলোই নয়। সমাজসেবামূলক কাজেও দীর্ঘদিন থেকেই ব্রতী হয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের নন্দঝাড় ছাত্র সমাজ। তারই অঙ্গ হিসেবে আজ ফের অসহায় এ তরুনের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিল এই সংগঠন।
গোয়ালপোখর ব্লকের ছোট পাটনার বাসিন্দা মহঃ মসমি। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন। ঠিকমত চলাফেরা করতে পারেননা। কিন্তু তবুও জীবনযুদ্ধে হার মানেননি তিনি। একটি ছোট পানের দোকান করার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে।
ঠিকরিবাড়ি মর্নিং বেল হাই স্কুলের অধ্যক্ষের কাছ থেকে তার অসহায়তার কথা শুনো নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকে মসিমের হাতে একটি ট্রাই সাইকেল তুলে দেওয়া হল আজ। যাকে ঘিরে খুশী ঐ যুবক। সকলকে এভাবেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নন্দঝাড় ছাত্র সমাজ।
