



#ইসলামপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় শুরু হয়েছে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে সার্ভের কাজ। রাজ্যের জেলায় জেলায় চলছে এই প্রক্রিয়া। একই ছবি লক্ষ করা যায়, ইসলামপুর পৌরসভাতেও। আজ ইসলামপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে হাজির হন পৌরসভার প্রতিনিধিরা।
পৌরকর্মী সঞ্জয় দত্ত বলেন, ২০১৭ সালে রাজ্য সরকার নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে গরীব দুস্থ মানুষদের জমি দেওয়ার উদ্যোগ নেয়। সেই অনুযায়ী এই ওয়ার্ডের উপভোক্তারা আবেদন পত্র জমা দেন। যার পরিপ্রেক্ষিতে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর ও পৌরসভার উদ্যোগে ওয়ার্ডে যে পরিমান খাস জমি রয়েছে তার একটি মানচিত্র তৈরী করা হয়।
বৃহস্পতিবার সেই জমি মাপঝোক করা হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকৃত গরীব দুঃস্থ উপভোক্তাকে ৯৯ বছরের জন্য সরকারের পক্ষ নির্দিষ্ট পরিমান জমি লিজ হিসেবে প্রদান করা হবে। যার জেরে খুশী এলাকার সাধারন মানুষ।
