News Britant

বিদ্যালয়ের নতুন সভাপতির ভার নিয়েই যৌথ দায়িত্বের কথা বললেন সঞ্জয়

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

#রায়গঞ্জঃ শুক্রবার দুপুরে দেবীনগর কৈলাস চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের পরিচালন সমিতির সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করলেন সঞ্জয় মিত্র। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল দত্ত সহ পূর্বতন পরিচালন কমিটির সদস্যরা। শিক্ষানুরাগী সঞ্জয় মিত্র তার রাজনৈতিক জীবনে তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি। এদিন তা্কে দায়িত্ব বুঝিয়ে দেন রায়গঞ্জ সদর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ।

উল্লেখ্য, ২০১৬ সালে এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে দায়িত্বভার নেন রায়গঞ্জের  প্রাক্তন বিধায়ক দিলিপ দাস। কিন্তু বছর খানেক পরেই তাঁর প্রয়ান ঘটে। তারপর থেকে স্কুলের প্রশাসকের পদে দায়িত্ব সামলেছেন রায়গঞ্জ ব্লকের  অবর বিদ্যালয় পরিদর্শক। এদিন দায়িত্বভার নেওয়ার পর সঞ্জয়বাবু বলেন, বিদ্যালয়ের প্রধানশিক্ষক ডঃ উৎপল দত্তের তত্ত্বাবধানে স্কুলটি তার সর্বোচ্চ মানে পৌঁছেছে।

এতে এই স্কুলের সহকারী প্রধানশিক্ষিকা রাখী সরকার নট্ট এবং অন্যান্য সহকারী শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে। আগামী বছরের শেষে বর্তমান প্রধান শিক্ষক অবসর নেবেন, তাসত্ত্বেও যাতে বিদ্যালয়ের পড়াশোনার মানে ঘাটতি না হয়, সেদিকে লক্ষ্য রাখব। ওনার অবসরের পর সহকারী প্রধান শিক্ষিকাকে নিয়ে  যৌথভাবেই ধারাবাহিক উন্নয়নের কাজ চালিয়ে যাবো। রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কর্মসূচীগুলি বাস্তবায়িত যাতে হয় সেই চেষ্টা করব।

Leave a Comment