News Britant

তৃণমূল এর পদযাত্রাকে কটাক্ষ বিজেপির

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ শুক্রবার থেকে চা বাগানের  শ্রমিকদের সমস্যা সমাধান নিয়ে ডুয়ার্সের দুই জায়গা থেকে  পদযাত্রায় সামিল হন তৃনমুল নেতা মন্ত্রীরা। বিশেষ করে চা বাগানের শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ড, গ‍্যাচুইটি এবং আধার কার্ড সমস্যা নিয়ে  জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্কোষ চা বাগান ও পদযাত্রা শুরু করে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। এদিন এই পদযাত্রার তীব্র বিরোধী করলো বিজেপি।

এদিন মাল উত্তর মন্ডল বিজেপির পক্ষ থেকে ওদলাবাড়িতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল এর এই পদযাত্রার বিরোধিতা করা হয়। মাল ব্লকের বিজেপির প্রেসিডেন্ট প্রদীপ তির্কী বলেন, সামনেই গ্রাম পঞ্চায়েত ভোট। তাই চা শ্রমিকদের ভোট চাইতেই এই পদযাত্রা। এই তৃণমূল শুধু ভোটের ক্ষেত্রেই চা শ্রমিকদের ব্যাবহার করে। গত ১০ বছর ধরে একবারো শ্রমিকদের কথা না ভেবেই ভোট আসতেই চা শ্রমিকদের জন্য কাজ করতে শুরু করেছে।

তবে এতে কোন লাভ হবে না। কারন চা শ্রমিকেরা বুঝে গেছে তৃণমূল সরকার নিজেদের সার্থের জন্য এই পদযাত্রা করছে। বর্তমানে সব স্টেট ব্যাঙ্ক এবং পোষ্ট অফিসেই আধার কার্ড হচ্ছে। অন্যদিকে প্রোফিডেণ্ট কোন সমস্যাই নয়। চাবাগানগুলো যদি সঠিক তথ্য পি এফ অফিসে পাঠায় তাহলে কোন সমস্যাই হয় না। চাবাগানই সঠিক তথ্য পাঠাচ্ছে না। এক্ষেত্রে চাবাগানগুলো তৃনমুল এর হয়ে কাজ করছে। বর্তমানে এই রাজ্যে বেকারত্ব বারছে। প্রশ্চিম বঙ্গে কোন শিল্প নেই। এই রাজ্যের চাবাগানের মানুষেররা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে।  সেই দিকে নজর নেই এই সরকারের। শুধু ভোট এলেই শ্রমিকদের জন্য দরোদ উৎলে পড়ে তৃণমূল নেতা মন্ত্রীদের। 

বিজেপির পক্ষ থেকে আরো বলা হয়। গতকালও এলেনবাড়িতে তৃণমূল এর দুই নেতার মধ্যে হাতাহাতি হয়। সাধারন মানুষ বুঝতে পারছে তৃণমূল কি অবস্থা। বর্তমানে চাবাগান এলাকায় তৃণমূল এর কোন মিটিং এ সেভাবে শ্রমিকেরা যায় না। তার থেকেই বোঝা যাচ্ছে তৃনমুল কংগ্রেস থেকে চাবাগানের শ্রমিকেরা দূরে সরে গেছে। শ্রমিকদের কাছে টনতেই এই পদযাত্রার মত নাটক করছে তৃণমূল কংগ্রেস, দাবি বিজেপির।

উল্লেখ্য, আগামি ১৩ তারিখ জলপাইগুড়ি প্রোফিডেণ্ট ফাণ্ড অফিসে অবস্থান বিক্ষোভ সামিল হবে এবং ডেপুটেশন দেবে তৃণমূল চা শ্রমিক সংগঠন নেতা মন্ত্রীরা। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মাল উত্তর মন্ডলের প্রেসিডেন্ট প্রদীপ তির্কী, জেলার যুব মোর্চার জেনারেল সেক্রেটারি পবন সিং, জেলার এস টি মোর্চার প্রেসিডেন্ট অখিল সরকার এবং রবি খালকো জেলা কমেটির সদস্য। 

Leave a Comment