



#ইসলামপুর: ইসলামপুরের শহরনামা হোয়াটসঅ্যাপ গ্রুপের তরফ থেকে দু’স্থ মানুষদের হাতে মশারি ও বিশেষ চাহিদা সম্পন্নদের হাতে তুলে দেওয়া হল একাধিক ট্রাই সাইকেল। শহর নামা হোয়াটসঅ্যাপ গ্রুপের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামপুরে একাধিক কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করল ওই গ্রুপের সদস্যরা এই দিন তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়ার পাশাপাশি।
ডেঙ্গু সচেতনতার কথা মাথায় রেখে ৫০ জন দুস্থ মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। এদিন শহর নামা হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন সুশান্ত নন্দি বলেন, সমাজ সেবা করার ইচ্ছা থাকলে কোন ক্লাব বা এনজিওর প্রয়োজন হয় না।শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও এই ধরনের কাজ করা সম্ভব।
পাশাপাশি তিনি জানান, সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকেন তারা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিনের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। বেশ কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্নদের হাতে ব্যক্তিগত ভাবে জ্যাকেট তুলে দেন পঙ্কজ ভগৎ।
এদিন উপস্থিত ছিলেন গ্রুপের অন্যতম সদস্যবৃন্দ ও উপদেষ্টা মন্ডলী যথাক্রমে রুমা দাস, অর্পিতা দত্ত, শম্পা শেঠ, স্বরূপানন্দ বৈদ্য, সুদেব নন্দী, দেবাশীষ চক্রবর্তী, রাধেশ্যাম দে সরকার, চন্দন পাল, বেলা রায় ও গ্রুপের আরো দুই এডমিন দীপ সরকার এবং পঙ্কজ ভগত প্রমূখ অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন দত্ত।
