News Britant

সালিশি সভায় অপমানিত হয়ে আত্মঘাতী তরুণী

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: সালিশি সভায় নিদানের জেরে অপমানিত হয়ে আত্মঘাতী প্রেমিকা। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয় তরুনীর। ঘটনাটি ঘটেছে  উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত লাহুতাড়া ২ নং গ্রাম পঞ্চায়েত ঝাড় লাহুতাড়া  গ্ৰামে। মৃতার নাম রেজিনা খাতুন।

জানা যায় ওই তরুণীর সঙ্গে ডালখোলা থানা এলাকার হোসেন ইয়াজদিন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গ্ৰামে সালিশি সভা বসে, প্রেমিক হোসেন ইয়াজদিন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তরুণী কে টাকা দিয়ে মিটমাট করার কথা বলে, মেয়েটি তাতে রাজি হয়নি বাড়ি ফিরে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগিয়ে মারা যায় বলে জানা গিয়েছে।

সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, গ্ৰামের মাতবরা এক লক্ষ ৭০ হাজার টাকায় মিট মাট করানোর চেষ্টা করে। রেজিনা খাতুন মৃত্যু খবর পেয়ে ভিন্ন রাজ্য থেকে বাড়ি ফিরে আসে তার ভাই। করণদিঘী থানায় লিখিত অভিযোগ করেন গ্ৰামের মাতবরদের বিরুদ্ধে। মৃতার পরিবার সূত্রের খবর, সালিশি সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য আবুল হোসেনও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment