



#মালবাজার: আবারও ডুয়ার্সের চাবাগানে ডাইনি সন্দেহে হত্যার চেষ্টা করা হলো এক আদিবাসী মহিলাকে। পুলিশের তৎপতায় রক্ষা পায় ওই মহিলা। অভিযুক্তকে গ্রেপ্তার করে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের বেতগুড়ি চাবাগানে। ঘটনার পর ওই চাবাগানে কামু লাইন শ্রমিক মহল্লার বাসিন্দা দীলিপ পান্না মাল থানায় লিখিত অভিযোগ করেন।
তার অভিযোগ সুত্র ধরে জানাগেছে, দীলিপ পান্না চাবাগানের কর্মী এবং তার স্ত্রী সীমা ওঁরাও চাবাগানের শ্রমিক। তার বৈমাত্রেয় ভাই কিশ্মত ওঁরাও তার স্ত্রী সীমা ওঁরাওকে ডাইন বলে সন্দেহ করতো। মাস দুই আগেও সীমা ওঁরাওকে ধারালো অস্ত্র নিয়ে প্রানে মারার চেষ্টা করেছিল ও শালীনতা হানী করেছিল। আবারও রবিবার সন্ধ্যায় হটাৎ করে কিশ্মত ওঁরাও ধারালো অস্ত্র নিয়ে দীলিপ পান্না বাড়িতে এসে সীমা ওঁরাওয়ের উপর আক্রমণ করে।
তলোয়ার আকৃতির ধারালো অস্ত্র দরজায় আটকে যাওয়ায় সীমা ওঁরাও প্রানে বাঁচে। পরে কোনক্রমে প্রানে বেঁচে মাল থানায় এসে সমস্ত ঘটনা জানান। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এনিয়ে মাল থানার আইসি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এনিয়ে প্রবীণ আদিবাসী নেতা ও বিশিষ্ট গবেষক তেজকুমার টোপ্পো জানান, ভাবতে অবাক লাগে যে ডুয়ার্সের চাবাগানের আদিবাসী সমাজের মাঝে এই বিঞ্জানের যুগের ডাইনি হত্যা বা হত্যার চেষ্টা চলে। এজন্য নিয়মিত সচেতনতা প্রচার দরকার। সরকারি উদ্যোগে কড়া আইন দরকার। এজন্য সরকারি তরফে উদ্যোগ নেওয়া উচিত। সত্যিই যাদুবিদ্যা থাকতো তবে সীমান্তে সেনা প্রহরার দরকার হতো না। এসব বন্ধ হওয়া উচিত।
