News Britant

বই চুরি কাণ্ডের পর পড়ুয়াদের জন্য ফের আসছে নতুন বই

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#ইসলামপুর: সরকারি গোডাউন থেকে প্রায় দুই লাখ পাঠ্যবই উধাও হয়ে যাওয়ার পর, ইসলামপুর প্রাথমিক শিক্ষা দপ্তরের অফিসে নতুন বই আসতে শুরু করেছে। যাতে স্কুলের শিক্ষার্থীদের ২ জানুয়ারি নির্ধারিত বই দিবসে পাঠ্যবই সরবরাহ করা যায়।   প্রথম খেপে ১১ হাজার ৬৭৫টি কপি বই পৌঁছেছে।  ইসলামপুর সদর চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী জানান, প্রথম দফায় ১১৬৭৫টি বই এসেছে। আগামীকাল কিছু বই আসবে। বাকি বইগুলোও আনা হচ্ছে। বই বহনকারী গাড়ি গুলি রাস্তায় রয়েছে।

যেসব বই হারিয়ে গেছে তার জায়গায় বই আনা হচ্ছে এবং ইসলামপুর দক্ষিণ চক্রের সব শিশুকে নির্ধারিত সময়ে পাঠ্যবই সরবরাহ করা হবে বলে তিনি দাবি করেন। প্রসঙ্গত: সরকারি গোডাউন থেকে প্রায় দুই লাখ পাঠ্যপুস্তক উধাও হওয়ার পর শিশুদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয় এবং যাতে নির্ধারিত তারিখে শিক্ষার্থীদের বই সরবরাহ করা হয় এবং বই মামলায় জড়িত সকল আসামিদের শাস্তির ব্যবস্থা করা।

নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি (এবিপিটিএ) এবং নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) এবং কংগ্রেস পার্টির লিগ্যাল সেল সহ বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ভাবে নিজেদের মতন আন্দোলন শুরু করেছে।  যথাসময়ে বই সরবরাহের জন্য স্কুলের শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় সব বই পৌঁছে গেলে এবং তা শিশুদের মধ্যে বিতরণ করা হলে, স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা, শিক্ষা বিভাগ  কিছুটা স্বস্তি অনুভব করতে পারবেন।

জানা যায়, চলতি মাসের শুরুতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গোডাউন থেকে প্রায় দুই লাখ পাঠ্য বই চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে।  এ ঘটনায় এ পর্যন্ত দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।  ভীম মন্ডল গ্রেফতার হওয়ার পর এই জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রাপ্তি ও বিতরণের কাজ করা অফিসের ক্যাজুয়াল কর্মচারীরা জড়িত বলে। এ ঘটনায় ইসলামপুর সদর সার্কেলের প্রাথমিক শিক্ষা আবর স্কুলের পরিদর্শকের তরফে ইসলামপুর থানায় অস্থায়ী স্টোর কিপার ভীম মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্টোর কিপার ভীম মণ্ডলকে গ্রেফতার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়।  ভীম মন্ডলকে গ্রেফতারের পর যে জিজ্ঞাসাবাদ করা হয় তার ভিত্তিতে পুলিশ এই সরকারি বই চুরির মামলায় রফিক আলম নামে আরেক অস্থায়ী কর্মচারীকে গ্রেপ্তার করে।  বর্তমানে ভীম মন্ডল ও রফিক আলম দুজনই পুলিশ রিমান্ডে রয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Comment