



#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ ভারতের জাতীয় পতাকা কাঁধে তুলে নিয়ে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে সফল গবেষণার স্বীকৃতি স্বরূপ ডক্টরেট ডিগ্রি নিলেন রায়গঞ্জ শহরের বাসিন্দা অর্জক ভট্টাচার্য। দেশের প্রতি তার এই তীব্র আবেগ ও শ্রদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার বহু মানুষ। জানা গেছে, রায়গঞ্জ শহরের বাসিন্দা অর্জক কানপুর আই আই টি থেকে এম টেক সম্পন্ন করে গবেষণার জন্য চলে যান আমেরিকা যুক্তরাষ্ট্রে।
২০১৮ সালের অগাষ্ট মাসে তাঁর গবেষণা শুরু হয়। এবছর ডিসেম্বরে শেষ হয় তাঁর গবেষণা। দুদিন আগেই ইউনিভার্সিটির বার্ষিক সমাবর্তনে তাঁর হাতে সফল গবেষণার স্বীকৃতি স্বরূপ তুলে দেওয়া হয় সার্টিফিকেট। সেখানেই ভারতের জাতীয় পতাকার তিনরঙ কাঁধে তুলে মানপত্র নিতে দেখা যায় অর্জককে। আমেরিকা থেকে ফোনে অর্জক জানান, আমেরিকা যুক্তরাষ্ট্রে আমার গবেষণার স্বীকৃতি স্বরূপ গতকাল আমার হাতে সার্টিফিকেট তুলে দেন আমার গবেষণার উপদেষ্টা অধ্যাপিকা সুস্মিতা বোস।
সনাতনী ভারতীয় আয়ুর্বেদিক ওষুধকে আধুনিক পদ্ধতিতে ব্যবহার উপযোগী করে তোলার একটা সফল প্রচেষ্টা রয়েছে এই গবেষণায়। স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ কারী অর্জক জানান, যেহেতু আমি ভারতীয় এবং এদেশে ভারতের প্রতিনিধিত্ব করছি, তাই আমি আমার দেশের পতাকা বহন করেছি। এটা আমার কাছে ভীষণ গর্বের। তাঁর এই সফলতায় আনন্দে আপ্লূত হয়েছেন রায়গঞ্জে বসবাসকারী বাবা গোবিন্দ কিংকর ভট্টাচার্য, মা রত্না আচার্য।
তারা জানান, আগামী কয়েক বছর আমেরিকাতেই গবেষণা পরবর্তী পড়াশোনা শেষ করে, ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার কাজে যুক্ত হবে সে। এদিন অর্জক তাঁর এই ডিগ্রি নেওয়ার সময় পাশে ছিলেন শ্বশুর অধ্যাপক অরবিন্দ রাউত্রে (আই আই টি, কানপুর) ও সহকর্মীরা।
