News Britant

ভোটের আগে ‘নো রোড নো ভোট’ স্লোগান, নেতৃত্বে বিজেপি ও তৃণমূল

Listen

( খবর টি শোনার জন্য ক্লিক করুন )

 

#মালবাজারঃ পঞ্চায়েত ভোট সমাগত আমাদের রাজ্যে। আগামী বছর অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট। ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। বিভিন্ন কর্মসূচি নিয়ে চলছে মিছিল, ডেপুটেশন, ও সভা। এমনই পরিবেশে “নো রোড নো ভোট” স্লোগান উঠলো ডুয়ার্সের প্রত্যন্ত মেটেলি ব্লকের ইঙ্গু চা বাগানে। চাবাগানের কারখানা গেটের সামনে দাড়িয়ে রীতিমতো স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালেন চাবাগানের কয়েকশ শ্রমিক। নেতৃত্বে আবার ছিলেন তৃণমূল ও বিজেপির শ্রমিক সংগঠনের নেতারা। 

মেটেলি ব্লকের কালিম্পং জেলা লাগোয়া ইঙ্গু চাবাগান। মেটেলি বাজার থেকে নাগেশ্বরী, জুরন্তি চাবাগান হয়ে ইঙ্গু চাবাগানের দিকে চলে গেছে একমাত্র রাজ্য সড়ক। জুরন্তী পর্যন্ত পাকা সরক থাকলেও তারপর থেকে ইঙ্গু চাবাগান পর্যন্ত ৪ কিমি রাস্তা অত্যন্ত বেহাল অবস্থার রয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার জন্য এই চাবাগানের বাসিন্দাদের প্রতিদিন দূর্ভোগ ভুগতে হয়। মেটেলি বাজারের সঙ্গে এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় বাসিন্দাদের।

এই ভাঙাচোরা রাস্তা দিয়ে প্রতিদিন পড়ুয়া বোঝাই গাড়ি যাতায়াত করে। বাগানের পণ্যবাহী গাড়ি চলাচল করে। রাস্তা বেহাল থাকায় সোমবার চাবাগানের বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে নোরোড নোভোট স্লোগান দিল। চাবাগানের মহিলা শ্রমিক রমাবতী নাইক জানান, এবার যারা আমাদের রাস্তা তৈরি করে দেবে তাদের ভোট দেব। রাস্তা না হওয়া পর্যন্ত ভোট নয়”।

চাবাগানের বিজেপি ও তৃণমূল কংগ্রেস  প্রভাবিত শ্রমিক সংগঠনের দুই নেতা দীপক রাউতিয়া ও সুরেশ কান্ডুলনা পরিস্কার জানান, রাস্তা আমাদের সবার প্রয়োজন। যারা রাস্তা করে দেবে আমরা তাদের ভোট দেব”। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে একই স্লোগান উঠেছিল। কিন্তু, রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল অনেকে। তারপর পাশের নেওরানদী দিয়ে গড়িয়ে গেছে অনেক জল কিন্তু, রাস্তা হয়নি। এতেই ক্ষুব্ধ বাসিন্দারা। 

এনিয়ে মেটেলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক জোশেফ মুন্ডা বলেন, আজ অত্যন্ত দুঃখে ক্ষোভে ওখানের মানুষ এই স্লোগান দিয়েছে। রাস্তা এতই বেহাল যে মানুষ ও যানবাহন চলাচল করতে পারে না। এর আগে সাংসদ জন বারলা ও বিধায়ক পুনা ভেংরা রাস্তার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু হয়নি। আমরাও চেষ্টা করেছি কিন্তু হয়নি। আমাদের চেষ্টা আজও জারি আছে। আমি চাই রাস্তা নির্মাণ হোক।

Leave a Comment