



#মালবাজার: এতদিন বস্তিতে বুনো হাতি হানা দিলে সেই হাতির দলকে তাড়াতে বিশেষ ভুমিকা নিতেন। সেই বুনো হাতির পা’য়ের নিচেই মৃত্যু ঘটলো। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তির লামা পাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম পান্ডা ওঁরাও(৪৫)। বাড়ি ইনডং ফরেস্ট বস্তি এলাকায়। ঘটনায় সমগ্ৰ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যায়, এদিন ওই ব্যক্তি দোকান থেকে সামগ্রী কিনে বাড়ি ফিরছিল।
যাওয়ার পথে রাস্তায় একটি বুনো হাতি উনাকে ধরে ফেলে। শুর দিয়ে তুলে আছার মারে পা’দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই ব্যাক্তির মৃত হয় পান্ডা ওরাওয়ের। এরপর স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওখান থেকে পালিয়ে যায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। আসেন মেটেলি থানার পুলিশ। পরে আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। বনকর্মীরা আসলে জনগণ তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা সপ্না ওঁরাও।
তিনি বলেন, এদিন ওই ব্যক্তি দোকান থেকে সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় একটি হাতি উনাকে ধরে পিষে দেয়। এলাকায় মাঝেমধ্যেই পাশের পানঝোরা জঙ্গল থেকে হাতি আসে। বার বার বনদপ্তরকে বলা সত্ত্বেও তারা কোনো বাবস্থা নিচ্ছে না।অবশেষে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেওয়া হয়।
পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। স্থানীয় অনেকে জানান, বনাঞ্চল সংলগ্ন বস্তিতে হাতি এলে হাতি তাড়াতে বিশেষ ভুমিকা নিতেন নিহত পান্ডা ওঁরাও।
