



#মালবাজার: প্রকাশ্য দিবালোকে ব্যাংকের ভিতরে পকেটমারি হয়ে গেল নগর ২০০০০ টাকা। পকেটমার পলাতক। তদন্তে নামলো পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা গোলাইয়ের মতো জনবহুল এলাকায়। তখন বেলা ১ টা, চালসার একমাত্র রাস্ট্রায়ত্ত ব্যাংকে সেইসময় ভালোই ছিল। পাশেই বাজার, দোকানপাট, লোকজনের ভীর। ব্যাংকে টাকা তুলতে আসেন বাতাবাড়ির বাসিন্দা ফরিদুল ইসলাম।
নগদ ২০০০০ টাকা তুলে পেছন পকেটে রাখেন। এরপর পাশের কাউন্টারে যান অন্য এক কাজে। সেই সময় তার পকেট থেকে কেউ একজন নিমিষের মধ্যে টাকা তুলে নিয়ে উধাও হয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসে মেটেলি থানার পুলিশ। ফরিদুল ইসলাম জানান, আমার বাড়ি বাতাবাড়ি এলাকায়। আজ বিশেষ কাজে ব্যাংকে এসে ২০ হাজার টাকা তুলে পিছনের পকেটে রাখি।
পাশের কাউন্টারে দাড়তেই বুঝতে পারি কেউ আমার পকেটে হাতে দিয়েছে। ঘুরে দাঁড়ানোর আগেই দেখি পিছনের লোকটি উধাও। পকেট খুজে দেখি টাকা নেই। পুলিশে খবর দিয়েছি। পুলিশ এসেছে। সিসি ক্যামেরা দেখেছে’। এই ঘটনার পর ব্যাংকের গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই আতংকে ভুগতে থাকেন।
