



#ইসলামপুর: ওদেরও মন আছে, প্রান আছে। ওরাও আর ৫টা শিশুর মতই বেড়ে ওঠে। ঠিকানা নিষিদ্ধ পল্লী হলেও ওদের ইচ্ছে, অনিচ্ছে, চাহিদা সবটাই সাধারন। কিন্তু অনেক না পাওয়া, ব্যাথা, বেদনা নিয়েই বড় হচ্ছে তারা। তাই তাদের কিছুটা আনন্দ দিতে এগিয়ে এল লাভ এন্ড হোপ গ্রুপ।
এই গ্রুপের ব্যবস্থাপনায় ইসলামপুরের চম্পাবাগ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল, কার্য নির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম সহ লাভ এন্ড হোপ গ্রুপের সমস্ত সদস্যরা।
